ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিক তারিকুল ইসলাম শিবলী (৪০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।।তিনি অনলাইনভিত্তিক টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

 

সাংবাদিক শিবলীর মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরহুমের মরদেহ দেখতে যান বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন ভাই। এ সময় তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন শিশু হাসপাতাল ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ Faruque Ahmad ভাই, বারডেম ড্যাবের সভাপতি ডাঃ Amirul Islam Pavel ভাই, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদল নেতা মাসফিক, বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রদল নেতাডা. রাসেল হোসেন ও ইফতেখার হাসান তালুকদার।।

Comments (0)
Add Comment