ডব্লিউএইচও বিশ্বজুড়ে ‘এমপক্স’ জরুরি অবস্থা তুলে নিল

বরিশাল হেলথ ইনফো অনলাইন ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে, ‘এমপক্স’ রোগ আর বৈশ্বিক জরুরি স্বাস্থ্য হুমকি নয়। শুক্রবার সংস্থার মহাপরিচালক ডা. টেড্রস অ্যাধানম গেব্রেইয়েসুস এই সিদ্ধান্ত জানান।

ডব্লিউএইচও জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটি প্রতি তিন মাস অন্তর এ রোগের অবস্থা পর্যালোচনা করে। সর্বশেষ বৈঠকে তারা জানিয়েছে, এখন আর এমপক্সকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে দেখার প্রয়োজন নেই। সিদ্ধান্তের মূল কারণ হলো—ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, বুরুন্ডি, সিয়েরা লিওন ও উগান্ডাসহ বেশ কয়েকটি দেশে রোগীর সংখ্যা ও মৃত্যুহার ধারাবাহিকভাবে কমেছে।

এমপক্স একটি ভাইরাসজনিত রোগ, যা গুটি বসন্ত পরিবারের অন্তর্ভুক্ত। প্রথমবার ১৯৭০ সালে কঙ্গোতে (তৎকালীন জায়ার) মানুষের মধ্যে এ রোগ শনাক্ত হয়। এতে জ্বর, পেশীতে ব্যথা এবং বড় ফোড়ার মতো ত্বকের ক্ষত দেখা দেয়। অনেক ক্ষেত্রে রোগটি প্রাণঘাতীও হতে পারে।

Comments (0)
Add Comment