জুলাই বিপ্লবের আহতদের জন্য ১০০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে”- ডা. ফরহাদ হালিম ডোনার

“মানবতার দীক্ষা, শহীদ জিয়ার শিক্ষা” স্লোগান কে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর রজত জয়ন্তী উদযাপিত হয়। এ উপলক্ষে রমনাস্থ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্যে ফাউন্ডেশনের সদস্য সচিব ডা. ফরহাদ হালিম ডোনার ১০০০ সজ্জার এক বিশেষায়িত হাসপাতাল স্থাপনের অঙ্গীকার করেন যেখানে বিশেষ ভাবে চিকিথসা সেবা লাভ করবেন জুলাই বিপ্লবে আহত, নির্যাতিত বিপ্লবী ছাত্র জনতা। এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পি এর স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. রাশিদুজ্জামান, রাষ্ট্রদুত এস এম রাশেদ আহমেদ।

বিশেষ বক্তব্য রাখেন চিকিথসা বিজ্ঞানী ডা. জোবায়দা রহমান। এবং বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এর বক্তব্যের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

Comments (0)
Add Comment