জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেবাচিম কলেজ প্রাঙ্গণে চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক :
জিয়াউর রহমান ফাউন্ডেশন (বরিশাল বিভাগ) এর উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নিম’ গাছের চারা রোপণ করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১২টায় এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এডভোকেট মজিবুর রহমান সারোয়ার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মামুনুর রশীদ। সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর কো অর্ডিনেটর ডা সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাব শেবাচিম এর সভাপতি ডা নজরুল ইসলাম সেলিম, ড্যাব বরিশাল জেলা শাখার সভাপতি ডা: কবিরুজ্জামান, অধ্যাপক ডা তালুকদার মুজিব,এড সরোয়ার হোসেন, এ্যাব বরিশাল চ্যাপ্টারের নেতৃবৃন্দ, ড এবি এম সাইফুল ইসলাম,ডা কামরুদ্দোজা হাফিজুল্লাহ, ডা শিহাব উদ্দিন শিহাব, ডা এম আর চৌধুরী রিপন,ডা সাইদুর রহমান আবির,ডা মো তানভীর হোসেন,ডা জাহিদ হাসান,ডা মাজহারুল রেজোয়ান রেজা, ডা মাহাদি হাসান,ডা সাখাওয়াত হোসেন সৈকত, ডা ফয়সাল আহমেদ, ডা রাকিবুজ্জামান খান মনি,ডা ইসতিয়াক আহমেদ রিফাত,ডা তানজিরুল ইসলাম মুন্না,ডা আরিফ হোসেন,ডা ইমরান আশফাক শিশিল,ডা নজরুল ইসলাম সহ পেশাজীবি নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment