জার্নাল অফ শের ই বাংলা মেডিকেল কলেজ” এর মোড়ক উম্মোচন

জার্নাল অফ শের ই বাংলা মেডিকেল কলেজ” এর মোড়ক উম্মোচন
নিজস্ব প্রতিবেদক
শের ই বাংলা মেডিকেল কলেজ এর জার্নাল “জার্নাল অফ শের ই বাংলা মেডিকেল কলেজ” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শেবাচিম কনফারেন্স হলে মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডা ফায়জুল বাশার, উপাধ্যক্ষ ডা আনোয়ার হোসেন বাবলু, শিক্ষক সমিতির সভাপতি ডা কামরুদ্দোজা হাফিজুল্লাহ, ডা শিহাবউদ্দিন শিহাব, ডা মাইনুল ইসলাম সহ অন্যান্য চিকিথসক বৃন্ধ।

ডা সৈয়দ বাকি বিল্লাহ এর সম্পাদনার জার্নালটির পথ চলা শুর হয়।

Comments (0)
Add Comment