এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭%

হেলথ ইনফো ডেস্ক :
এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত। ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫। আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে এ ফলাফল প্রকাশিত হয়।

ফলাফল অনুযায়ী, ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১৬৪২ (৬৬.৫৭%) জন, যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০৫১৪ জন (৬১.৮৭%)।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ৫৬৪৫টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২০৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১.১৫ পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ৫৬৪৫টি; যার মধ্যে এমবিবিএস ৫১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ৭৩৬১টি; যার মধ্যে এমবিসিএস ৬০০১ এবং বিডিএস ১৩৬০। এমবিবিএস কোর্সে ১১১০১টি এবং বিডিএস কোর্স ১৯০৫টি, অর্থাৎ সর্বমোট ১৩০০৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১২২৬৩২ জন। এদের মধ্যে ৪৯০২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩৬০৪ জন মেয়ে।

ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২০৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ০২ জন।

Comments (০)
Add Comment