হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।
শিক্ষার্থীরা বিসিপিএস ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারছেন।
বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে জানিয়েছেন, পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ হাজার ৮৫০ জন চিকিৎসক। এর মধ্যে মোট দুই হাজার ৩০৮ জন পাস করেছেন। সে অনুযায়ী, পাসের হার ২১.২৭।
এর আগে গত ৪ জানুয়ারি সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। চার ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ৯টি বিষয়ের পরীক্ষা। সেগুলো হলো—১. অ্যানেস্থেসিওলজি, ২. বায়োকেমিস্ট্রি, ৩. ডেন্টাল সার্জারি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স, প্রস্থোডন্টিক্স), ৪. ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ৫. ফরেনসিক মেডিসিন, ৬. মাইক্রোবায়োলজি, ৭. অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজি অ্যান্ড অ্যালাইড, ৮. সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড ও ৯. রেডিওলজি অ্যান্ড ইমেজিং।
তৃতীয় দিন যেসব বিষয়ের পরীক্ষা হয়, সেগুলো হলো—১. অ্যানাটমি, ২. কমিউনিটি মেডিসিন, ৩. ফ্যামিলি মেডিসিন, ৪. হেমাটোলজি, ৫. অফথ্যালমোলজি অ্যান্ড অ্যালাইড, ৬. ওটোল্যারিংগোলজি–হেড অ্যান্ড নেক সার্জারি, ৭. পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইড, ৮. প্যাথোলজি, ৯. ফার্মাকোলজি, ১০. ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ১১. ফিজিওলজি, ১২. রেডিওথেরাপি, ১৩. সার্জারি অ্যান্ড অ্যালাইড ও ১৫. ট্রান্সফিউশন মেডিসিন।
বিসিপিএস নিয়ম অনুসরণে শেষ দিনের পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশিত হয়।