ইসরাইলের বর্বর গণহত্যার বিরুদ্ধে শেবাচিম চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
Save Gaza Save Humanity গাজা ও রাফায় ইসরাইলের বর্বর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সর্বস্তরের চিকিৎসক বৃন্দ।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল)  বেলা ১২টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসম উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি ডা কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সাধারন সম্পাদক ডা. শিহাবউদ্দিন শিহাব, ডা শরিফুল হক রুমেন, ডা খাদেমুল ইসলাম,ডা মাহাদী হাসান, ডা হাফিজুর রহমান, ডা কাজী মুনিরুল ইসলাম সহ অন্যান্যরা।

প্রতিবার সমাবেশে বক্তারা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া কামনা করেন এবং সকলকে মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসাথে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ইসরায়েলি পণ্য সম্পূর্ণরূপে বয়কট করার আহ্বান জানানো হয়।

Comments (0)
Add Comment