নিজস্ব প্রতিবেদক :
গতবছর ইসকন সদস্যদের কর্তৃক এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার শাস্তি, গাজীপুরে শিশু আশামনির ধর্ষকদের শাস্তির দাবী, গাজীপুরের টঙ্গীতে ইমামমে অপহরণের সাথী জড়িতদের শাস্তি দাবীসহ হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ, দেশবিরোধী অব্যাহত ষড়যন্ত্রের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ছাত্র হোস্টেল প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ব্যান ব্যান, ইসকন’, ‘বখতিয়ারের তলোয়ার , গর্জে উঠো আরেকবার ‘, ‘বদর ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার ‘ ইত্যাদি স্লোগান দেন।