আত্মহত্যা প্রতিরোধে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি), বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (বিএমএসএস), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মনোরোগ বিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) অডিটোরিয়ামে ‘ওয়াক দ্য টক ২০২৫’—শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে সচেতনতামূলক র‍্যালি, ফটো প্রদর্শনী, ওয়েলনেস সেমিনার, উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়। এতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী, প্রশিক্ষণরত চিকিৎসক ও রেজিস্ট্রার অংশ নেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন বিএপির মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিএমএসএস’র সভাপতি ড. ইফতেখার আহমেদ সাকিব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আহসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, বিএপির কনভেনার অধ্যাপক ড. মো. আব্দুল মত্তালিব, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী, লেখক এবং সমাজকর্মী যিনি দৃক এজেন্সি এবং একটি বিখ্যাত ফটোগ্রাফি স্কুল পাঠশালার সহ-প্রতিষ্ঠাতার জন্য পরিচিত ড.শহীদুল আলম। তিনি আত্মহত্যা প্রতিরোধমূলক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

Comments (0)
Add Comment