আগামীর স্বাস্থ্যব্যবস্থার ধারক-বাহক রেসিডেন্ট চিকিৎসকরাই : বিএমইউ ভিসি

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
রেসিডেন্ট চিকিৎসক বা উচ্চতর মেডিকেল শিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীরাই আগামী দিনের স্বাস্থ্যসেবাব্যবস্থার কান্ডারি, ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে, এক্ষেত্রে ছাত্রছাত্রীরাই হলো নম্বর ওয়ান স্টেকহোল্ডার।

রোববার (৭ সেপ্টেম্বর) শহীদ ডা. মিল্টন হলে বিএমইউর প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয়ের ফেইজ বি রেসিডেন্ট ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘ভবিষ্যতে আমি অসুস্থ হলে, বর্তমানের রেসিডেন্টরাই আমার চিকিৎসাসেবা দেবেন। প্রকৃতপক্ষে ছাত্রছাত্রী বা রেসিডেন্টদের ওপরেই নির্ভর করছে আগামী দিনের স্বাস্থ্যসেবাব্যবস্থার ভবিষ্যৎ। তাই এখনই সময় নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলার।’

মতবিনিময় সভায় রেসিডেন্টদের বিভিন্ন সমস্যা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়। থিসিস, প্রশিক্ষণ, সুপারভিশন, ইভিডেন্স বেইসড মেডিসিন, ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করা, রেসিডেন্ট প্রোগ্রাম নিয়ে কর্মশালার আয়োজন, আধুনিক ও সমন্বিত জরুরি বিভাগ চালু, ছাত্র-শিক্ষক সম্পর্কোন্নয়ন, পারস্পরিক মূল্যায়ন, শিক্ষার সামগ্রিক পূর্ণাঙ্গ পরিবেশ নিশ্চিত করা, জার্নালের উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, বিএমইউতে অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে সত্যিকার অর্থেই বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক হতে পারেন, তা নিশ্চিত করতেই বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

সভায় শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরীন আক্তার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা শাখা) এটিএম আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : মেডিভয়েস

Comments (0)
Add Comment