বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৫ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ হবে আগামী ৯ আগস্ট।
ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার স্বাক্ষরিত তফসিলে গত ২৫ জুলায় খসড়া এবং ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক করা হয়।
এ ছাড়া ২৬ জুলাই থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। চলবে ২৮ জুলাই রাত ১০টা পর্যন্ত।
আগামী ২৯ জুলাই রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ জুলাই। পর দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৯ আগস্ট বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ভোট গ্রহণ হবে।
সূত্র : মেডিভয়েস