৫ আগস্ট ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি

 

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
৫ আগস্টকে ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা এবং দিনটিতে সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

 

উপদেষ্টা ফারুকী বলেন, ‘আগামী রোববার (২২ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে। এ দিনটি থেকে প্রতিবছর সরকারি ছুটি হিসেবে পালিত হবে।

 

তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি শুরু হবে ১ জুলাই, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে। ‘আন্দোলনে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক সেইভাবেই কর্মসূচিগুলো সাজানো হবে।’—যোগ করেন তিনি।

 

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিহাস জানানো এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।

রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম—বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের চিন্তাভাবনা চলছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করবেন।
সূত্র : মিডি ভয়েস

Comments (0)
Add Comment