হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পুণরায় চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক :
বরিশালে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পুণরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২১ মে) সকালে নগরীর কালুশাহ সড়ক আলেকান্দা বরিশাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে স্থানীয় জনগণ ও লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বরিশালে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পুনরায় চালুর দাবি জানান। বরিশাল অঞ্চলের প্রায় ২ কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতালের পুনরায় চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বর্তমানে এই অঞ্চলে হৃদরোগের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়, যা সময় ও অর্থের অপচয় ছাড়াও রোগীদের জন্য ঝুঁকি সৃষ্টি করে।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার । এ সময় শাহেদ বিল্লাহ,আসমা আক্তার,শাহাদাত রনি,মোস্তাক শাওন, হার্ট ফাউন্ডেশন হাসপাতালে কর্মরত কর্মচারী সালামসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment