সৌদিতে বিশ্বের প্রথম ডায়াবেটিসের চিকিৎসায় ডিজিটাল কমান্ড সেন্টার চালু

হেলথ ইনফো ডেস্ক :
বিশ্বে প্রথমবারের মতো ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় ডিজিটাল ড্যাটা সেন্টারের উদ্বোধন করেছে সৌদি আরব। ‘ডায়াবেটিস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ নামে এ স্বাস্থ্যকেন্দ্র থেকে ডায়াবেটিস রোগীদের লক্ষণ পর্যাবেক্ষণ, তাদের ঝুঁকির পূর্বাভাস পাওয়ার পাশাপাশি, সেই আলোকে রোগীদেরকে চিকিৎসকের সঙ্গে সংযুক্ত করার ব্যবস্থা করা হবে।

গত ২৭ অক্টোবর দেশটির রাজধানী রিয়াদে গ্লোবাল হেলথ এক্সিবিশনে স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল এই হাই টেক হাবের উদ্বোধন করেন।

সৌদি আরব ‘চিকিৎসার আগে প্রতিরোধ’ স্লোগানকে তার মডেল অব কেয়ারের মেরুদণ্ডে পরিণত করেছে এবং এই নতুন ব্যবস্থাটি সেই মডেল অব কেয়ারের একটি অংশ।

কমান্ড সেন্টার যেভাবে কাজ

এটি একটি ডিজিটাল স্নায়ু কেন্দ্র, যা দেশব্যাপী ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সূচকগুলো বিশ্লেষণ এবং সে অনুযায়ী রিপোর্ট প্রদান করবে।

সেন্টারের উল্লেখযোগ্য কিছু কাজ

রক্তে গ্লুকোজের মাত্রা ও হৃদস্পন্দনের মতো গুরুত্বপূর্ণ লক্ষণগুলো পর্যবেক্ষণের জন্য সংযুক্ত ডিভাইস থেকে ড্যাটা সংগ্রহ করবে,

রোগীর ঝুঁকির মাত্রা নিয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সতর্ক করবে,

কোনো রকমের প্রতিন্ধকতা ছাড়াই চিকিৎসক ও রোগীর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং

নির্ভুল অ্যালগরিদমের মাধ্যমে সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এটিকে নিরবচ্ছিন্ন ফলোআপ এবং চিকিৎসা সহায়তার মাধ্যমে কার্যকর রোগ ব্যবস্থাপনা নিশ্চিত করার উপায় হিসেবে বর্ণনা করেছে।

যে কারণে গুরুত্বপূর্ণ

ডায়াবেটিস বিশ্বব্যাপী এক মহামারী এবং এর সাথে লড়াই করা শীর্ষ দেশগুলোর অন্যতম সৌদি আরব। লক্ষ লক্ষ ঝুঁকিপূর্ণ রোগীর চিকিৎসা দিতে দেশটির প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায়ই হিমশিম খায়। এই উদ্যোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ সৌদির স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরো গতিশীল করবে।

হেলথ হোল্ডিং কোম্পানি বলেছে, এই সেন্টারের যাত্রা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়া এবং জীবন মান উন্নত করার জন্য দেশটির প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে। এটি কেবল কথা নয়, একটি কার্যকর কৌশল।

ভিশন ২০৩০ এর পরিকল্পনার আওতায় অর্থ থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত সবকিছু আধুনিকীকরণ করছে সৌদি আরব, একই রকম গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যসেবা খাতও।

Comments (০)
Add Comment