শেবাচিমে চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

২৭ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার, আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসক এর উপর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব অনতিবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এর দৃষ্টি আর্কষণ করেছেন। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের অতিসত্ত্বর গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানিয়েছেন।

Comments (0)
Add Comment