ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠালো বাংলাদেশ

 

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে ১১.২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে যাত্রা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ আগস্ট রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত দুই হাজার ২০৫ জনের মৃত্যু এবং তিন হাজার ৬৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে আট হাজারের বেশি ঘরবাড়ি।

দুর্যোগের পর খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসাসেবায় মারাত্মক সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার আফগান জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে—তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ওষুধ।

বিমানটি ছাড়ার আগে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন। উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

আইএসপিআর জানিয়েছে, এই সহায়তা ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বৈশ্বিক মানবিক সংকটে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
সূত্র : মেডিভয়েস

Comments (0)
Add Comment