বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসক দল এভারকেয়ারে

হেলথ ইনফো ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল দল, যাদের বেশির ভাগ সদস্য চীনের নাগরিক।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তার বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।

এভারকেয়ারে গঠিত মেডিকেল বোর্ডের মতে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল হওয়ায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন। সে কারণে বিদেশি চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার স্থিতিশীল জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

তিনি আরও ‘বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে, বিভ্রান্ত হবেন না।’

একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় কায়মানো বাক্য মহান রাব্বুল আ‘লীমনের কাছে দোয়া করতে দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। যে যাই বলুক, দয়া করে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না।’

‘বিশেষজ্ঞ চিকিসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তাঁর চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। আপনারা সবাই দোয়া করুন যেন, আল্লাহ তাঁকে আমাদের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেন।’

অন্যদিকে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথা সময়ে অবহিত করা হবে।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এর পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিএনপি চেয়ারপারসনের ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে।

সংকটময় অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা চলছে।

বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় করছেন তিনি।

Comments (০)
Add Comment