বরিশালে বিএনপির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন দুস্থ মানুষ

 

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বরিশালের পলাশপুর কলোনীর প্রায় পাঁচশ অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন বিএনপির আয়োজিত মেডিকেল ক্যাম্পে। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বুধবার (০১ অক্টোবর) সকাল থেকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের দলিল উদ্দিন খান হাই স্কুলে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

ক্যাম্পে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অসহায় মানুষের সেবা প্রদান করেন। বেলা ১১টায় ক্যাম্পের উদ্বোধন করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চিকিৎসা সেবা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু স্বাস্থ্য খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত। বিএনপি যে ৩১ দফার ভিত্তিতে নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে, সেখানে প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, “বিনামূল্যে চিকিৎসা কোনো করুণা নয়, এটা জনগণের অধিকার। আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে খাদ্য ও চিকিৎসা সংকট মোকাবিলা করবে বিএনপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাহাবুব, জামাল, সামীম রিপন, ছাত্রদল নেত্রী স্বর্ণা ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের মারুফ হোসেন প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রেদওয়ান তাসিন সীমান্ত, ডা. ফয়সাল খান, ডা. মাইনুল ইসলাম মহিম, ডা. তৌফিক ইলাহী আহাদ ও ডা. রাকিবুল হাসান সুজন।

Comments (০)
Add Comment