ফের কর্মবিরতির হুঁশিয়ারি টেকনোলজিস্টদের

হেলথ ইনফো ডেস্ক :
দশম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

আজ রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) মানববন্ধনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বক্তারা বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে টেকনোলজিস্টরা ন্যায্য গ্রেড পাওয়ার জন্য আন্দোলন করে আসছেন। করোনা মহামারি, ডেঙ্গু বা নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের জীবন রক্ষায় তাঁরা সামনের সারির কর্মী হিসেবে কাজ করলেও এখনো ১০ম গ্রেড না পাওয়া অত্যন্ত দুঃখজনক।

এই অবস্থাকে সুস্পষ্ট বৈষম্য অভিহিত করে তারা বলেন, একই যোগ্যতাসম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা ১০ম গ্রেড পেলেও স্বাস্থ্যসেবার অন্যতম মূল ভরসা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বছরের পর বছর এই সুবিধা থেকে বঞ্চিত।

গত বছরে আন্দোলনের মুখে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের চাপের পর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঘোষণা দিয়েছিলেন যে ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করা হবে। সেই আশ্বাসের প্রতি সম্মান দেখিয়েই এতদিন কর্মসূচি থেকে বিরত ছিলেন তারা।

এমটিএফ বলেন, ‘এটাই আমাদের শেষ ধৈর্য। আর কোনো আশ্বাস নয়, এবার সরাসরি সিদ্ধান্ত চাই।’

তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ে যদি ১০ম গ্রেড নিয়ে নতুন করে ফাইলওয়ার্কিং বা কোনো জটিলতা সৃষ্টি করা হয়, তাহলে সারাদেশে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।’

সরকারের প্রতি জনস্বাস্থ্য রক্ষায় ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানিয়ে তারা বলেন, ‘স্বাস্থ্যসেবা বন্ধ হলে এর দায়ভার সরকারের ওপরই বর্তাবে।’

এমটিএফ সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি রিপন শিকদার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি মিয়া মো. গোলাম মাওলা, সোহেল হাওলাদার, রফিকুল ইসলাম, মো. জহুরুল ইসলাম, সালেহীন আবেদীন তানীম, মাসুম রেজা, তৌহিদ পাটোয়ারী, মোজাম্মেল রাসেল ও আব্দুল কারিম রাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments (০)
Add Comment