জুলাই বিপ্লবীদের চিকিৎসায় লন্ডনের চক্ষু বিশেষজ্ঞ সার্জন

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ম্যুরফিল্ড আই হসপিটাল এর কন্সালট্যান্ট ডা. মাহি মুকিত এবং ডা. নিয়াজ জুলাই আন্দোলনে আহত ও চোখের দৃষ্টি হারান ২০ জন ছাত্রের চোখের সফল সার্জারী করেছেন।

 

যাদের অধিকাংশই উভয় চোখে গুলিতে আহত হয়ে সম্পূর্ন অন্ধ হয়ে গিয়েছিলেন। ভিট্রিও রেটিনা বিশেষজ্ঞ ডা. মুহিত জানান তিনি এদের চিকিৎসা করতে পেরে গর্বিত।

 

প্রায় দেড় শতাধিক রোগীকে তারা দেখেছেন এবং এদের ২০ জনের সার্জারী সফল ভাবে সম্পন্ন হয়েছে।
সূত্র: বিবিসি

Comments (0)
Add Comment