Take a fresh look at your lifestyle.

সরোয়ারের সমর্থনে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্ধসহস্র মানুষের চিকিৎসাসেবা

৬৩

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারের সমর্থনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশালের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিক মেডিকেল ক্যাম্প আয়োজনের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল সদর এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে ড্যাব বরিশালের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক ডাঃ সিরাজুল ইসলাম, পারভেজ রেজা কাকন, মজিবুল হক দোয়েল, ডাঃ নজরুল ইসলাম সেলিম, ডাঃ কবিরুজ্জামান, যুগ্ম মহাসচিব ডাঃ ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমতিয়াজ হোসেন সাজিদ, ডাঃ শাওন বিন রহমান, ডাঃ মাজহারুল রেজওয়ান রেজাসহ বরিশালের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের বহু অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে সেবা প্রদান করেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধসহস্র অসহায় ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয়। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মেডিকেল ক্যাম্প আয়োজনে সংশ্লিষ্ট এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

Leave A Reply

Your email address will not be published.