Take a fresh look at your lifestyle.

সুষ্ঠুভাবে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন: অধ্যাপক সায়েদুর রহমান

৬০

হেলথ ইনফো ডেস্ক :
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসকে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য বিশেষ সহকারী বলেন, ‘আমাদের কাছে যেটুকু তথ্য আছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার ঢাকার কেন্দ্রগুলো ভালো বলে খবর পেয়েছি। এখনো চূড়ান্ত তথ্য আসেনি। আমি যে দুটি কেন্দ্র (ভিকারুননিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়) পরিদর্শন করেছি, সেখানে উপস্থিতির হার ভালো ছিল। সারাদেশে কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আমরা কোনো তথ্যও পাইনি। অন্যান্য সময় গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে। এবার এটাও হয়নি।’

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর আবেদন করেছিল ১ লাখা ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

যে কারণে সময় বৃদ্ধি
পরীক্ষায় এবারই প্রথম ১৫ মিনিট সময় বাড়ানো হয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এবারের প্রশ্নে কিছু জিনিস ব্যাখ্যামূলক, অর্থাৎ প্রবণতা ও মানবিক গুণাবলি যাচাইয়ের জন্য কিছু সময় রেখেছি, কারণ চিন্তা ও প্রশ্নপত্র পড়তে একটু সময় লাগবে। সেটা বিবেচনা করে নানা বিশ্লেষণের ভিত্তিতে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সময়টা বাড়ানো হয়েছে। আগে শুধু ঘর পূরণ করার দরকার ছিল, এবার এর সঙ্গে কিছু পড়ার ব্যাপার যুক্ত হয়েছে। দুটি মূল্যায়নের বিষয় থাকায় ১৫ মিনিট সময় বাড়ানো হয়েছে।’

ফলাফল কবে?

কবে নাগাদ ফলাফল দেওয়ার ব্যাপারে আশা ও পরিকল্পনা করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণভাবে ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়। আমরা এই সময়ের মধ্যেই থাকার চেষ্টা করবো। এবার দুটি ভর্তি পরীক্ষা এক সঙ্গে হয়েছে। অন্যান্য সময় এমবিবিএস ও বিডিএস দুটি পরীক্ষা হতো। সেজন্য অপারেশনাল বিষয়ে কিছুটা পার্থক্য হতে পারে। এমবিবিএস শেষ করার পর বিডিএস হতে পারে। যদিও চয়েস দেওয়া হয়েছে এক সঙ্গে। আগে সাধারণ এমবিবিএস পরীক্ষা হয়ে যেত। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিডিএস হতো। এবার এক পরীক্ষার মাধ্যমে দুটি ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। সে কারণে ভর্তির প্রক্রিয়ার সম্পন্ন করার সময় প্রলম্বিত হবে। ফলাফল প্রকাশ হয় তো খুবই অল্প সময়ে সম্ভব হবে।’

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘মূল্যায়ন প্রক্রিয়া সাধারণত শুরু হয় সন্ধ্যার পর। কখনো খানিকটা দেরিও হয়। ঢাকার কেন্দ্রগুলোর আসলে সাধারণত মূল্যায়ন শুরু হয়। সারাদেশের প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর ফল আসে। সেটা সম্পন্ন করে আগামীকাল বা পরশু …, তবে কোনোটাই নিশ্চিত করে বলা কঠিন। তবে মেশিনগুলো আগের তুলনায় গতিশীল। তারপরও দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন।’

২৪ ঘণ্টায় মৌলিক কাজগুলো হয়ে যায় জানিয়ে স্বাস্থ্য বিশেষ সহকারী বলেন, তবে ছোট-খাটো ভুলগুলো সমাধান করতে সময় লাগে।

এর আগে সকালে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টায় ঢাকাসহ দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা শুরু হয়, চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

Leave A Reply

Your email address will not be published.