Take a fresh look at your lifestyle.

বিএমইউতে ড্যাবের লকডাউনবিরোধী বিক্ষোভ

৮৯

হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা ও বিশ্ববিদ্যালয়ের ডক্টরস অব এসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) নেতৃবৃন্দ লকডাউন বিরোধীবিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে এ মিছিল সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতি এখন গণতন্ত্রে উত্তোরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর সেজন্য প্রয়োজন দ্রুত জাতীয় নির্বাচন। কিন্তু বিগত ফ্যাসিস্ট, স্বৈরাচার আওলামী লীগ তাদের অপকর্ম ঢাকার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। গণতন্ত্রকে ভুণ্ডুল করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্রকামী জনগণ আওয়ামী লীগের এই অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে সক্রিয় রয়েছে। যেকোনে মূল্যে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখে দিয়ে জনগণের জানমাল রক্ষাসহ দেশের উন্নয়ন অগ্রগতিকে অব্যাহত রাখতে হবে।

এ সময় বক্তারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিগত ১৭ বছরে যারা বঞ্চিত ও নির্যাতিত হয়েছেন, তাদের দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান।

ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল, যুগ্ম-মহাসচিব ডা. মো. শহিদুল হক রাহাত, সহযোগী অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম, ডা. ফারজানা ইসলাম, ড্যাবের সদস্য ও বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাছির উদ্দিন ভূ্ঞাঁ, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-রেজিস্ট্রার মো. মারুফ হোসেন, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খাঁন, কর্মকর্তা মোহাম্মদ আবু নাজির, মাহমুদুল হাসান, মো. শামীম আহম্মদ ও মো. ইলিয়াছ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.