Take a fresh look at your lifestyle.

বিজ্ঞপ্তি প্রকাশ এমবিবিএস ও বিডিএসে ভর্তির

১৩১

হেলথ ইনফো ডেস্ক :
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএসে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ১০০টি এবং বিডিএসে ঢাকা ডেন্টাল কলেজসহ ৮টি ইউনিটে মোট ৫৪৫টি আসন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএসের ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

সারাদেশে ১৭টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘যে কোনো কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর অংশগ্রহণ তাদের সমান সুযোগ নিশ্চিত করে।

Leave A Reply

Your email address will not be published.