Take a fresh look at your lifestyle.

দেশে কিডনি চিকিৎসায় ওষুধের দাম নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১১৭

হেলথ ইনফো ডেস্ক :
কিডনি রোগীরা ওষুধ কিনতে কিনতে আরও দরিদ্র হয়ে পড়ছেন। তাই তাদের এখন বিনামূল্যে ওষুধ দেওয়া উচিত বলে মনে করেন কিডনি রোগ বিশেষজ্ঞরা। তারা বলেন, যদি কম দামে জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ করা যায়, তাহলে দরিদ্র রোগীরা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের (নিকডু) অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ডেল্টা ফার্মার ‘ফিনফিক্স’ (ফিনেরেনন) ওষুধের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শেষ ভাগে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেশের কিডনি চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. মো. হারুন অর রশীদ। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ আলফেসানি, অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মহিবুর রহমান, অধ্যাপক ডা. ইরমান বিন ইউসুফ, অধ্যাপক ডা. দিলীপ কুমার রায়, অধ্যাপক ডা. আয়ুব আলী চৌধুরী প্রমুখ।

সেমিনারের আগে রেনাল চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক দরিদ্র রোগী অর্থাভাবে ফিনেরেনন ওষুধটি নিয়মিত কিনতে পারেন না, যা তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চিকিৎসকরা আশা করেছিলেন, কোনো ওষুধ কোম্পানি যেন এ ওষুধটি সাশ্রয়ী দামে সরবরাহ করে।

এই চাহিদার কথা মাথায় রেখে ডেল্টা ফার্মাসিউটিক্যালস বাজারে ‘ফিনফিক্স’ নামে ফিনেরেননের ১০ ও ২০ মিলিগ্রামের ট্যাবলেট আনে, যা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে।

বাজারে ২০ মিলিগ্রামের ফিনেরেননের দাম যেখানে প্রায় ১৫০ টাকা, ডেল্টার ফিনফিক্স মাত্র ৫০ টাকা।

১০ মিলিগ্রামের ক্ষেত্রে অন্য কোম্পানিগুলো যেখানে ৮০ টাকা নিচ্ছে, সেখানে ডেল্টার দাম মাত্র ৩০ টাকা।

চিকিৎসকরা বলেন, ‘যদিও দরিদ্র কিডনি রোগীদের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া উচিত, তবে ফিনেরেননের দাম কমে যাওয়ায় তারা এখন কিছুটা স্বস্তি পাবেন।’
তারা আরও জানান, ওষুধটি নিয়মিত নিতে পারলে রোগীরা কিডনি সুস্থ রাখতে সক্ষম হবেন।

Leave A Reply

Your email address will not be published.