Take a fresh look at your lifestyle.

শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া স্বাস্থ্য খাতে সফলতা অর্জন কঠিন : স্বাস্থ্য উপদেষ্টা

১০৩

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া স্বাস্থ্য খাতে সফলতা অর্জন কঠিন বলে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমাদের শর্ষের মধ্যেই ভেজাল, আর স্বাস্থ্যে তো শুধু সমস্যা আর সমস্যা। ৫৪ বছরের জঞ্জাল এক থেকে দেড় বছরে পরিষ্কার করা সম্ভব নয়।’

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নূরজাহান বেগম আরও বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি (পলিটিক্যাল কমিটমেন্ট) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘কোনো কাজ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। কোভিড মহামারি শুরু হলে পাশের দেশ ভারত নিজেদের সক্ষমতা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছিল। অথচ আমরা টাকা দিয়েও শুরুতে ভ্যাকসিন পাইনি। আমাদের কোথায় গলদ ছিল, তা চিহ্নিত করতে হবে।’

স্বাস্থ্য খাতের গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘গবেষণা শুরুর আগে দেখতে হবে, এটি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে। গবেষণার উদ্দেশ্য কী, সেটা নির্ধারণ জরুরি। যেহেতু স্বাস্থ্য একটি বিশাল ক্ষেত্র, তাই প্রাধান্য ঠিক করতে পারলে আমরা অগ্রগতি দেখতে পাবো।’

তিনি আরও বলেন, ‘গবেষণা যেন মানুষ, প্রাণী ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে—সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রশিক্ষণেরও লক্ষ্য ও উদ্দেশ্য থাকা জরুরি। নারী ও স্বাস্থ্যকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেন, ‘বিএমআরসির দখল হওয়া জায়গা উদ্ধারে নানা তৎপরতা চালানো হচ্ছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে কাজ এগিয়ে যাবে। পাশাপাশি গবেষণার বরাদ্দ বাড়ানোও জরুরি।’

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘আমরা যে চিকিৎসা দিচ্ছি, তা পশ্চিমা বিশ্বের গবেষণা ও তথ্যের ওপর ভিত্তি করে। কিন্তু আমাদের নিজস্ব জনগোষ্ঠীর জন্য গবেষণা নেই বললেই চলে। বাংলাদেশের মানুষের গড় ওজন ৫৫ কেজি, আর আমেরিকার মানুষের ৮০ কেজি। সেখানে করা গবেষণার ফল আমাদের দেশে কতটা প্রযোজ্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আমাদের নিজস্ব গবেষণার প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ হলেও গবেষণায় অনেক ছোট দেশের চেয়েও পিছিয়ে। তবে আমরা বিশ্বাস করি, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবো।’

Leave A Reply

Your email address will not be published.