Take a fresh look at your lifestyle.

মানববন্ধন চলাকালে শেবাচিম হাসপাতালে কর্মচারীদের উপর হামলার ঘটনার তদন্তে কমিটি গঠন

173

 

নিজস্ব প্রতিবেদক :

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে হাসপাতাল চত্বরে সকল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন চলাকালে অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত এক আদেশে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

৪থ শ্রেণির কর্মচারী রাব্বি আল মামুন ফয়সাল জানিয়েছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে সকল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন করেন। এ সময় তাদের উপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এ হামলায় হাসপাতালের ৪থ শ্রেণির কর্মচারী সাইফুল ইসলাম পাভেজ, রাব্বি, হাসান মোল্লা, রফিক পাটোয়ারি, শামিম, রাকিব, সেলিনাসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। তিনি বলেন, কর্মচারীদের উপর হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।

মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, কর্মচারীদের উপর হামলার ঘটনা খুবই নিন্দনীয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাবো।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পরিচালক বিকেলে এক আদেশে উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্য হলেন, সার্জারি বিভাগের আর এস ইখতিয়ার আহসান, উপসেবা তত্ত্বাবধায়ক শাহানাজ পারভীন, প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল জলিল মিয়া ও ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল।

Leave A Reply

Your email address will not be published.