Take a fresh look at your lifestyle.

দলের অভ্যন্তরে গনতন্ত্র চর্চার এক প্রকৃষ্ট উদাহরন ড্যাবের নির্বাচন : ডা: হারুন আল রশিদ

৩৪৯

নিজস্ব প্রতিবেদক :

সম্পূর্ন নিরপেক্ষ এবং শান্তিপূর্ন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী চিকিথসকদের সংগঠন ড্যাবের নতুন নেতৃত্ব।

 

গত ৯আগস্ট উথসব মুখর পরিবেশে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন ড্যাবের শীর্ষ নেতৃত্ব। এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. হারুন আল রশিদ। শেবাচিম এর প্রাক্তন ছাত্র ও ভোটারদের আয়োজনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শেবাচিম এর প্রাক্তন ছাত্র ও ড্যাব নেতা ডা মুজিবুল হক দোয়েল এর সভাপতিত্বে নির্বাচন পরবর্তী সংবর্ধনায় এই বক্তব্য প্রদান করেন ডা: হারুন আল রশিদ। তিনি বলেন গনতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ বি এন পিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যক্ষ পৃষ্ঠপোশকতায় এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বিজয়ী প্যানেলকে তিনি অভিনন্দন জানিয়েছেন।এছাড়াও শেবাচিম ড্যাবের তরুন নেতৃত্বকে পূন প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন ডা হারুন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পি এর সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, বরিশাল ড্যাবের সভাপতি ডা. কবিরুজ্জামান, শেবাচিম ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম সহ শেবাচিম এর ড্যাব নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.