Take a fresh look at your lifestyle.

ড্যাবের নির্বাচন কাল, সুপার ফাইভে মুখোমুখি দুটি প্যানেল

71

 

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ নির্বাচনে সুপার ফাইভে জায়গা পেতে লড়ছে দুটি প্যানেল।

 

এর মধ্য দিয়ে সারা দেশের জাতীয়তাবাদী তিন হাজার ১৩৯ চিকিৎসক ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

 

এদিকে এ পাঁচ পদে লড়তে প্রাথমিকভাবে ৯৫ জন প্রার্থিতা ঘোষণা করেন। কিন্তু চূড়ান্তভাবে নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয় দুটি প্যানেল। এ দুটি প্যানেল পৃথকভাবে সাবেক সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ হোসেন এবং সাবেক আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের অনুসারী। প্যানেলের বাইরেও সভাপতি পদে লড়ছেন ড্যাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ডা. ওবায়দুল কবির।

 

তবে নির্বাচনকে ঘিরে স্বাস্থ্য প্রতিষ্ঠান চষে বেড়াচ্ছে মূলত প্যানেল দুটিই। এগুলো হলো—ডা. আজিজ-ডা. শাকুর প্যানেল ও ডা. হারুন-ডা. শাকিল প্যানেল।

 

আজিজ-শাকুর প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ড্যাবের সভাপতির দায়িত্ব পালন করা অধ্যাপক এ কে এম আজিজুল হক। ওই প্যানেলের মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম জন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন ডা. আবু মো. আহসান ফিরোজ।

 

অপর দিকে ডা.হারুন-শাকিল প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগঠনের প্রথম নির্বাচিত সভাপতি হারুন আল রশীদ। এবারও সভাপতি প্রার্থী তিনি। এ প্যানেলে মহাসচিব পদে লড়ছেন ডা. জহিরুল ইসলাম শাকিল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন ডা. মো. খালেকুজ্জামান দিপু।

 

প্রসঙ্গত, গত ২৫ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার। তফসিল অনুযায়ী, ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩১ জুলাই প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন কেবল ভোটগ্রহণের অপেক্ষা।
সূত্র: মেডি ভয়েস

Leave A Reply

Your email address will not be published.