ড্যাব নির্বাচনে হারুন-শাকিল প্যানেল ঘোষনা
নিজস্ব প্রতিবেদক :
জমে উঠেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন,২০২৫ নির্বাচন। আসন্ন ড্যাব নির্বাচনে হারুন-শাকিল প্যানেল ঘোষনা করা হয়েছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন,২০২৫ এর এই প্যানেল থেকে শীর্ষ ৫ টি পদে নির্বাচন করছেন ডাঃ হারুন – ডাঃ শাকিল পরিষদে সভাপতিঃ অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতিঃ অধ্যাপক ডাঃ আবুল কেনান, মহাসচিবঃ ডাঃ জহিরুল ইসলাম শাকিল। কোষাধ্যক্ষঃ ডাঃ মোঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-মহাসচিবঃ অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান দীপু।