বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ভোলায় গত সরকারের আমলে রাজনৈতিক রোষানলে (বদলি ও অনুপস্থিতিতে) চাকরিচ্যুত করা মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শরীফ আহমেদ দীর্ঘ প্রায় ৮ বছর পর ফিরে পেলেন সরকারি চাকরি।
তিনি জানান, ভোলার মানুষের স্বাস্থ্যসেবার জন্য ২৫০ শয্যা হাসপাতালে যোগদান করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির আলোকে বুধবার তিনি সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করেন।
সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম জানান, ভোলা সদর হাসপাতালে থাকা অবস্থায় তাকে ২০১৭ সালে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে বদলি করা হয়। ওই কর্মস্থলে তিনি যোগদান না করে অনুপস্থিত থাকেন।
অভিযোগ রয়েছে গেল সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বদলি করা হয়েছিল।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি ভোলাতেই চাকরি বহালের আবেদন করেন।