Take a fresh look at your lifestyle.

বাংলাদেশকে চীনের ডেঙ্গু চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর

247

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ডেঙ্গু মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে চীনা দূতাবাস ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কাছে ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জামের একটি কনসাইনমেন্ট হস্তান্তর করেছে।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর।

ড. লিউ ইউইন বলেন, চীন সবসময় বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে পাশে রেখেছে এবং জনস্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করবে। এই সহায়তা দুই দেশের নেতৃবৃন্দের পারস্পরিক বোঝাপড়ার বাস্তব প্রতিফলন।

অধ্যাপক ড. সাইদুর রহমান চীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে।

Leave A Reply

Your email address will not be published.