Take a fresh look at your lifestyle.

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেডিকেল শিক্ষা উপকরন বিতরণ

৩৫০

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেলে প্রতিষ্ঠিত হল বোন ব্যাংক। শিক্ষার্থীদের এনাটমি শিক্ষায় অপরিহার্য হচ্ছে মানব কংকাল। বিগত ফ্যাসিস্ট আমলে শেবাচিম এ ছাত্রদের উপর অত্যাচারের একটা হাতিয়ার ছিল এই কংকাল কেনা বেচা। ক্যাম্পাসে কেউ বাইরের কংকাল কিনতে পারবে না, কিনতে হবে সেই দামে যা নেতা নামের মুষ্টিমেয় কয়েকজন ঠিক করে দিবে।

 

এতে প্রতিটা ছাত্র মানহিন বোনস ৪০হাজার টাকার বেশি দামে কিনতে বাধ্য হত। কেউ বোনস না কিনলে তাকে র‍্যাগিং থেকে শুরু করে হোস্টেল থেকে বেড় করে দেয়ার ইতিহাসও রয়েছে।

 

তাই অনেক দরিদ্র ছাত্র জমি বন্ধক রেখে বোনস কিনতে বাধ্য হয়েছে। অনেকে টাকা দিয়েও বোনস পায় নাই, আর এই অন্যায়ের প্রতিবাদের সাহস কার ছিল না। এই বাজে কালচার কে কবর দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে এবং জাতীয়তাবাদী চিকিৎসক দের ডোনেশনে ফ্রী বোনস ব্যাংক সংরক্ষণ করা হয়েছে।

 

যেখানে সম্পূর্ন বিনামূল্যে প্রথম বর্ষের ছাত্রদের বিতরণ করা হয়েছে মানব কংকাল। পরবর্তী বছরে এই গুলি সংগ্রহ করে আবার নতুন ব্যাচের মাঝে বিতরণ করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেবাচিম এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম, শেবাচিম এর উপধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবাচিম শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, শেবাচিম ড্যাবের সাধারন সম্পাদক ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ, শেবাচিম এর আবাসিক সার্জন ডা. রেজওয়ান রেজা, ডা ইস্তিয়াক রিফাত, ছাত্রদল নেতা প্রিন্স সহ চিকিৎসক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.