Take a fresh look at your lifestyle.

বরিশাল শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

226

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত ঝুমুর (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। লাইলি বেগম বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি এলাকার বাসিন্দা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৪৯ জন ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৮৭ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে সাতজন, পটুয়াখালীতে ২১ জন, ভোলায় একজন, পিরোজপুরে সাতজন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭৫ জন চিকিৎসাধীন।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

Leave A Reply

Your email address will not be published.