Take a fresh look at your lifestyle.

দেশে ২৪ ঘণ্টায় ২৪৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু নেই

154

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ১৭ জুন পর্যন্ত) সারা দেশে ২৪৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি জুন মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৩৮ জন। তাদের মধ্যে ১৮৯ জন রয়েছেন রাজধানী ঢাকায় এবং বাকি ৫৪৯ জন বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় ভর্তি আছেন।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যায় দেখা যাচ্ছে: জানুয়ারিতে ভর্তি হন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিল মাসে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন। এ সময়ে মৃত্যুর সংখ্যাও ধাপে ধাপে বেড়েছে—জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন, মে মাসে ৩ জন এবং জুন মাসে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন ডেঙ্গু রোগী।
সূত্র : ডক্টর টিভি

Leave A Reply

Your email address will not be published.