Take a fresh look at your lifestyle.

মানিকগঞ্জ মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নতুন কমিটিতে সভাপতি ডা. আতিক, সম্পাদক ডা. রেদওয়ান

99
  • বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
    মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নির্বাচনে ডা. আতিক উল্লাহ হাসান সভাপতি, ডা. রেদওয়াননুল হক সেক্রেটারি হয়েছেন।

সোমবার (২ জুন) হাসপাতালের পরিচালক ডা. সফিকুল ইসলাম এ  কমিটির অনুমোদন দেয়।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ জহিরুল করিম এবং সহকারী পরিচালক ডা. এ কিউ এম আশরাফুল হক।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিশ সদস্য বিশিষ্ট কমিটির সহ সভাপতি ডা. আইরিন রাজি সৃষ্টি, ডা. নাবা কবির এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. সিলভিয়া মামনুন শামস ও ডা. ফারজানা আক্তার তৃপ্তি  এবং সাংগঠনিক সম্পাদক পদে ডা. আইচুক এডাম রোয়াজা ও ডা. তাসভীন ইসলাম স্বপ্নীল রয়েছেন।

এছাড়া নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক পদে ডা. সায়েম মাহমুদ ইমন, অর্থ সম্পাদক পদে ডা. ওয়াসিনা ওয়াহেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. মহিউসসুন্নাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডা. মানস কমল তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক পদে ডা. অমৃতা রাণী রায়, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ডা. আফসার হোসাইন, ক্রীড়া সম্পাদক পদে ডা. আব্দুল্লাহ তাসনিম এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন ডা. অমৃতা দাস মিম।

কমিটির কার্যকরী সদস্য পদে রয়েছেন আরও চারজন। তারা হলেন ডা. সামি ভূইয়াঁ, ডা. আতিকা উলফাৎ, ডা. সারওয়াত মারজান ও ডা. জান্নাতুল ফেরদৌসী অন্তরা।

মানিকগঞ্জ মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর সোসাইটির নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি হিসেবে  বিজয়ী হওয়ায় সভাপতি ডা. আতিক  উল্লাহ হাসান, সম্পাদক ডা. রেদওয়ানুল হককে মেডিভয়েসের অভিনন্দন।

Leave A Reply

Your email address will not be published.