Take a fresh look at your lifestyle.

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা

44

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সিটি করপোরেশনে ৩০টি ওয়র্ডে ৫৮ হাজার ৪৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বরিশাল সিটি করপোরেশন হল রুমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

অবহিতকরন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

অপুষ্টি জনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভালো। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে তাকে এখন এই ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে পরামর্শ দেন সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা পল্লবি সুলতানা।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার সহ অন্যান্যরা।

বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খন্দকার মনজরুল ইসলাম শুভ্র জানান, বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৫৮ হাজার ৪৬০ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী আট হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। একইসঙ্গে ১২ থেকে ৫৯ বয়সের ৪৯ হাজার ৯৬০০ শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ৪৩৮ জন কর্মী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.