Take a fresh look at your lifestyle.

ফের কিডনি প্রতিস্থাপন শুরু করেছে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল

83

 

বরিশাল হেলথ ইনফো ডেক্স :
বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে পুনরায় শুরু হয়েছে কিডনি প্রতিস্থাপন সেবা কার্যক্রম।

সোমবার (২৩ ডিসেম্বর) কিডনি প্রতিস্থাপনে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এর আগে সুপার স্পেশালাইজড হাসপাতালে সর্বশেষ ৩১তম কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছিল চলতি বছরের ২৮ জুলাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক  ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমের প্রধান ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম প্রমুখ।
সূত্র: ঢাকা পোস্ট

 

 

Leave A Reply

Your email address will not be published.