Take a fresh look at your lifestyle.

বিজয় দিবস উপলক্ষে শেবাচিমে প্রীতি ক্রিকেট ম্যাচ

২৩

 

নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে আয়োজিত এই ম্যাচে অংশগ্রহণ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৫তম ও ৫৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৫৫তম ব্যাচ জয়লাভ করে। ৫৬তম ব্যাচ রানার্সআপ হয়। খেলায় ৫৫তম ব্যাচের শিক্ষার্থী সৈকত বসু ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন বিডিএস ১২তম ব্যাচের শিক্ষার্থী মুফাচ্ছিরুল ইসলাম এবং ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সায়েম মাহতাব সিয়াম। তাঁরা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, ‘বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে—খেলার মাঠে ঐক্য ও ভ্রাতৃত্ব’—এই মূল্যবোধকে সামনে রেখে ম্যাচটির আয়োজন করা হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের সদস্যসচিব এবং ৫২তম ব্যাচের শিক্ষার্থী রিফাত মাহমুদ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.