Take a fresh look at your lifestyle.

৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা চবি মেডিকেল সেন্টারকে : ভিসি

৫৪

হেলথ ইনফো ডেস্ক :
শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, চবি মেডিকেল সেন্টারকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের আয়োজনে চবি মেডিকেলে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ভিসি আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। স্বাস্থ্যসেবা তার একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা এখন চবি মেডিকেলেই সম্পন্ন করা যাচ্ছে বলেও তিনি জানান। ভবিষ্যতে চাকসুর আরও উন্নয়নধর্মী উদ্যোগের প্রত্যাশা করেন তিনি।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

চবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, করোনাকালে মেট্রোপলিটন হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চাকসুর উদ্যোগে তারা এবার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

ডা. এ কে এম ফজলুল হক জানান, বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল সেবা প্রদান করলেও বিশ্ববিদ্যালয়ের ভেতরে এটি তাদের প্রথম উদ্যোগ। তিনি জানান, এ সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি চবি শিক্ষার্থীদের জন্য মেট্রোপলিটন হাসপাতালে ৫০ শতাংশ (শর্তসাপেক্ষ) ছাড়ে চিকিৎসাসেবা প্রদানের আশ্বাস দেন তিনি।

চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। উপস্থিত ছিলেন চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, মেট্রোপলিটন হাসপাতালের ডিরেক্টর আমেনা শাহীন, হাসপাতালের চিকিৎসক কর্মকর্তারা, চাকসু ও হল সংসদের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে দুই হাজার ১০০ শিক্ষার্থী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে আগে থেকে নিবন্ধন করেছিলেন প্রায় এক হাজার ৭০০ জন, আর তাৎক্ষণিকভাবে বুথে নিবন্ধন করে আরও ৪০০ জন সেবা নেন। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা আটটি বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে সেবা পেয়েছেন। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.