Take a fresh look at your lifestyle.

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ, লিখিত পরীক্ষা নভেম্বরে

৮২

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৫ জন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তির শর্ত ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি-৭ অনুযায়ী নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। তবে প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, সঠিক ডকুমেন্টস বা সনদ উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে কিংবা ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে।

এ ছাড়া বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদ টেম্পারিং করলে কিংবা আবেদনপত্রে গুরুতর ত্রুটি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে উত্তীর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগ দেওয়ার পরও এরূপ তথ্য প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা যাবে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই এবার ফল প্রকাশ করে রেকর্ড গড়লো পিএসসি। ফল প্রকাশে সাংবিধানিক প্রতিষ্ঠানটির ইতিহাসে এটিই সবচেয়ে কম সময়। এর আগে ৪৬তম বিসিএসে ১৩ দিনে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

ফলাফল জানতে প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) ভিজিট করতে পারবেন। পাশাপাশি টেলিটকের যেকোনো মোবাইল থেকে ‘PSC 47 Registration Number’ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় Qualified অথবা Not Qualified জানিয়ে দেওয়া হবে।

ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা তিন হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.