বরিশাল হেলথ ইনফো ডেক্স :
২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে, আর ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হবে। এ জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
পুত্র : ঢাকা পোস্ট