Take a fresh look at your lifestyle.

৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত, সর্বোচ্চ সতর্কতা জারি

৭০

হেলথ ইনফো ডেস্ক :
দেশের ৩৫ জেলায় প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হন পাঁচজন, যাদের সবাই মারা যান। পরের বছর ২০২৫ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত চারজনেরই মৃত্যু হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অডিটোরিয়ামে ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ক মতবিনিময় সভায়’ এ তথ্য জানানো হয়।

সভায় আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, ‘প্রতিবছর শীত মৌসুমে বাংলাদেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা যায়, যা একটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টি করে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রায় ৭২ শতাংশের মৃত্যু ঘটে। সাধারণত শীতকালে কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, নিপাহ ভাইরাসের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।’

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইইডিসিআর) সংক্রামক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী ও নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার জানান, দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট জেলায় সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।

সভায় নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.