Take a fresh look at your lifestyle.

১৫ বছর পর ডা. আলীম বাংলাদেশ মেডিকেলে নিয়োগ পেলেন

129
বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবেদনবিদ্যা (অ্যানেসথেসিওলজি) বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন ডা. আব্দুল আলীম।

মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন ডা. আলীম। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি বলেন, ২০১০ সালে সহকারী অধ্যাপক পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ বোর্ডের চূড়ান্ত অনুমোদন পেলেও শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা আটকে রেখেছিল বিগত প্রশাসনগুলো। বর্তমান উপাচার্য ও প্রশাসন উদ্যোগ নেওয়ায় আমার দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটল।

নতুন পদে যোগদানের আগে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অবেদনবিদ্যা বিভাগের প্রধান হিসেবে কাজ করছিলেন এই চিকিৎসক।

এর আগে ২৮ আগস্ট ‘সুপারিশের ১৪ বছরেও চাকরি হয়নি ডা. আব্দুল আলীমের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সমকাল।

Leave A Reply

Your email address will not be published.