নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরী স্বনামধন্য এড. হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে যোগদান করেছেন ডা. মো সাইদুল ইসলাম আবীর।
আজ বুধবার (১জানুয়ারি) সকালে হাসপাতালের কন্সালট্যান্ট হিসেবে যোগদান করেন তিনি।
এসময় তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন শেবাচিম এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
ডা. মো সাইদুল ইসলাম আবীর যোগদান শেষে বলেন, অসুস্থ মানুষের সেবা করাই ডাক্তারের লক্ষ উদ্দেশ্য। এরকম বড় একটি হাসপাতালে যোগদান করে নিজেই অনেক আনন্দিত। বেশি এবং বড় পরিসরে মানুষকে সেবা দিতে পারব।