নিজস্ব প্রতিবেদক :
চাখার কলেজের দর্শনের শিক্ষক শাহাদাত উল্লাহ কায়সার। জুলাই বিপ্লবের পূর্বে তার ফ্যাসিস্ট প্রেম ছিল দৃষ্টিকটু পর্যায়ের।
বিরোধীদের প্রতি বিদ্বেষ আর ধর্ম বিদ্বেষমূলক পোষ্টে গরম করে রাখতেন তার সোসাল মিডিয়া। কিন্তু ২৪ এর জুলাই অভ্যুত্থানের পর তার ফেসবুক আইডি ডিএকটিভ করে ফেলেন, খোলেন নতুন আইডি। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার সক্রিয় হয়েছেন তিনি।
বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তিকর তথ্যপ্রচার আর জুলাই আন্দোলনের তরুনদের প্রতি তার দৃষ্টিকটু বিদ্বেষ ছিল সাম্প্রতিক সোসাল মিডিয়ায় একটিভিটির মূল প্রতিপাদ্য। কিন্তু সব কিছু ছাপিয়ে গিয়েছে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর নৃশংস হামলায় তার উচ্ছাস।
“বেডে শুয়ে শুয়ে ছিড়..” লেখা পোষ্ট শেয়ার করে তিনি প্রকাশ করেছেন তার উচ্ছাস। এধরনের তথাকথিত শিক্ষিত কালচারাল ফ্যাসিস্ট রাই দেশকে ঠেলে দেয় বিদেশী আগ্রাসনের দিকে, হাদীর মত বীরদের করে তোলে হত্যাযোগ্য।