স্বাস্থ্য শিক্ষায় শিক্ষক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন দেশ বরেন্য অর্থোপেডিক সার্জন ডা রফিক আল কবির লাবু
স্বাস্থ্য শিক্ষায় শিক্ষক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ এর আহ্বান জানিয়েছেন শেবাচিম ছাত্র সমিতির সভাপতি দেশ বরেন্য অর্থোপেডিক সার্জন ডা রফিক আল কবির লাবু
সমস্ত দেশে মেডিকেল কলেজ গুলিতে শিক্ষক সংকট প্রকট। দক্ষিনাঞ্চলের সর্ব বৃহত এবং বাংলাদেশের সর্ব বৃহত ও ঐতিহ্যবাহী ৮ টি মেডিকেল কলেজের একটি হবার পরও বেসিক সাবজেক্ট এ সহকারী অধ্যাপক পোষ্ট এ মাত্র ৫ ভাগ শিক্ষক রয়েছেন। এ সংকট এর কারনে মান সম্মত চিকিথসা শিক্ষা ব্যহত হচ্ছে।
এ সংকট নিরসনে প্রয়োজনে কন্ট্রাক্ট বেসিসে শিক্ষক নিয়োগ করে স্বাস্থ্য শিক্ষার দুরাবস্থার নিরসনের দাবি জানিয়েছেন শের ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রসমিতির সভাপতি ও বি এন পি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সহ সম্পাদক এবং ড্যাব এর কেন্দ্রীয় নেতা ডা রফিক আল কবির লাবু। বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত শেবাচিম এর প্রাক্তন ও বর্তমান ছাত্রদের প্রকাশনা “মুক্ত কর ভয়” শীর্ষক দেয়ালিকা ও ত্রৈমাসিক পত্রিকা উম্মোচন, লেখক ও শিল্পীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি উত্থাপন করেন।