ছাত্র জনতার রক্তে রঞ্জিত গন ধিকৃত, দেশ বিকিয়ে দেয়া রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এর চিকিথসকদের সংগঠন স্বাচিপ (স্বাধীনতা চিকিথসা পরিষদ) এর সাথে ওতপ্রেত ভাবে জড়িত ডা. এবি এম আবু হানিফ কে স্বাস্থ্য প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ন পদের একটি পরিচালক(প্রশাসন) হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়। ছাত্র জনতার চিকিথসায় বাধা সৃষ্টিকারী এই চিকিথিসক সংগঠনের সক্রিয় সদস্য যখন বিপ্লব পরবর্তী সরকারে পুরস্কৃত হয় তখন স্বাভাবিক ভাবেই বিপ্লবী চিকিথসক দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।
ডা আবু হানিফ ১৬জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত গনহত্যা অবলোকন করেও ১ আগস্ট শেখ মুজিবুর রহমান এর শোকে বিহ্বল ছিলেন, তার বিন্দু মাত্র শোক ছিল না শহীদ ছাত্র জনতার প্রতি।এর ধারাবাহিকতায় ডা হানিফ এর যোগদানের বিরোধিতা করে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদি চিকিথসকদের সংগঠন ড্যাব। কিন্তু বিস্ময়করভাবে জামায়াত ইসলামী পন্থী চিকিথসকদের সংগঠন এন ডি এফ আওয়ামী দালাল ডা হানিফের সমর্থনে মাঠে নামে এবং ২১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।
কোন এক অজ্ঞাত কারনে ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পর গঠিত ইন্টেরিম সরকার এর স্বাস্থ্য মন্ত্রনালয় স্বৈরাচারের দোসরদের প্রতি বিশেষ অনুরাগী। এর পূর্বেও স্বাস্থ্যের ডিজি হিসেবে স্বাচিপপন্থী ডা রোবেদ আমীন কে পদায়ন করে আন্দোলনের মুখে তাকে ও এস ডি করতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বার বার স্বাচিপ অনুরাগীদের পদায়ন? আর কেনই বা জামায়াত এর অনুরাগে সিক্ত হচ্ছে স্বাচিপপন্থী পতিত স্বৈরাচারের দালাল চিকিথসকগন?