Take a fresh look at your lifestyle.

সোসাইটি অফ প্লাস্টিক সার্জন, বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত ডা শাওন বিন রহমান

184

১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে সোসাইটি অফ প্লাস্টিক সার্জন অফ বাংলাদেশ। কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) বাংলাদেশের  সাবেক কৃতি শিক্ষার্থী ডা শাওন বিন রহমান।

গত ১৪ই সেপ্টেম্বর ২০২৪ বেলা বারোটায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তৃতীয় তলায় লেকচার হলে সোসাইটি অফ প্লাস্টিক সার্জন অফ বাংলাদেশের একটি এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়।

 

উক্ত মিটিংয়ে সর্বমোট ৯৪ জন সম্মানিত্ আজীবন সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন Iসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয় I এরপরে বিগত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: সাজ্জাদ খন্দকার স্যার বিগত কমিটির কিছু কার্যক্রম তুলে ধরেন এবং সবার সম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় I অধ্যাপক ডা: সাজ্জাদ খন্দকার স্যার আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব করেন।

 

এরপর সকলের অংশগ্রহণের জন্য মুক্ত করে দেয়া হয় এবং সম্মানিত সদস্যবৃন্দ একে একে অংশ গ্রহণ করেন।

 

শুরুতেই আজীবন সদস্য ডা:আনোয়ারুল ইসলাম পরবর্তী কার্যক্রমিক কথা বলেন এবং সবার সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।

 

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে উক্ত কমিটি গৃহীত হয় I উক্ত কমিটির আহবায়ক হিসেবে অধ্যাপক ডা:শহিদুল বারী,যুগ্ম আহবায়ক হিসেবে ডা: মোঃ মারুফুল ইসলাম,সদস্য সচিব হিসেবে ডা:ফোয়ারা তাসমিম এবং ১২ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়।

 

সভায় ঘোষণা করা যায় উক্ত আহবায়ক কমিটি অতি দ্রুত একটি নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন তারিখ ঘোষণা করবেন এবং পরবর্তীতে নতুন নির্বাচিত কমিটির কাছে সকল কিছু হস্তান্তর করা হবে I পরবর্তীতে একে একে অনেক সাধারণ সদস্য উক্ত সভায় বিভিন্ন বক্তব্য পেশ করেন I তার মধ্যে ডা: এম এ হামিদ পলাশ, ডা: অভিজিৎ সরকার, ডা: মোঃ নাসির উদ্দিন, ডা:আহমেদুল কবির চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা: অঞ্জন কুমার দেব,ডা:সালেক বিন ইসলাম, ডা: আমিনুর রশিদ সংগীত, ডা: মাহবুব হাসান, ডা:ইকবাল আহমেদ, ডা:তালুকদার এজিএম জাকারিয়া জুবেরী, ডা:মোঃ আব্দুল মান্নান, ডা: মারুফুল ইসলাম,অধ্যাপক ডা: নওয়Iজেস খান, ডা:তানভীর আহমেদ প্রমুখ অংশগ্রহণ করেন I সভায় উক্ত সদস্যবৃন্দ সোসাইটির বিদ্যমান সংবিধান এবং সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আলোচনা করেন I এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ বিভিন্ন সময় তাদের প্রতি করা অবিচারের প্রসঙ্গ তুলে ধরেন I সভার শেষের দিকে অধ্যাপক সাঈদ আহমেদ সিদ্দিকী স্যার কথা বলেন I

 

সভায় অধ্যাপক ডা: সাজ্জাদ খন্দকার স্যার কে সংবিধান সংশোধন কমিটির সভাপতি করে একটি কমিটি গঠন করা হয় এবং নতুন নির্বাচন কমিশনার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা: অঞ্জন কুমার দেব স্যারের নাম প্রস্তাব করা হয়।

 

নতুন কমিটির আহবায়ক অধ্যাপক ডা: শহিদুল বারী স্যার আশ্বস্ত করেন যে সোসাইটি তার ভবিষ্যৎ কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালনা করবে এবং কারো প্রতি যাতে অন্যায় না হয় সেদিকে খেয়াল রাখবেন I এছাড়া দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন I সবার শেষে বিগত কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা; মোঃ আবুল কালাম স্যার সংক্ষেপে কিছু বক্তব্য পেশ করেন I সকলের কাছে দোয়া চান এবং নতুন কমিটিকে অভিনন্দন জ্ঞাপন করেন।

নতুন আহবায়ক কমিটি নিম্নরূপ :
(আহবায়ক)
অধ্যাপক ডা: শহিদুল বারী
(যুগ্ম আহবায়ক)
ডা: মোঃ মারুফুল ইসলাম
(সদস্য)
১.ডা:ফারজানা বিলকিস ইব্রাহিম
২ডা:মোঃ নাসির উদ্দিন
৩.ডা:আহমেদুল কবির চৌধুরী
৪.ডা:ইমরান চৌধুরী
৫.ডা:সালেক বিন ইসলাম
৬.ডা:মোঃ শরিফুল ইসলাম
৭.ডা:তালুকদার এজিএম জাকারিয়া জুবেরী
৮.ডা:মোস্তফা আমিন খান
৯.ডা:মোঃ আনোয়ারুল ইসলাম
১০.ডা:অভিজিৎ সরকার রিপন
১১.ডা:আস-আদ দিন মাহমুদ
১২.ডা:শাওন বিন রহমান

সদস্য সচিব
ডা:ফোয়ারা তাসমিম

Leave A Reply

Your email address will not be published.